ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে এভিয়ান ফু: ৫ হাজার মুরগি নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

গাজীপুর: গাজীপুর সদরের কোণাবড়ির দেওলিয়াবাড়ি এলাকায় সোমবার রাতে একটি পোল্ট্রি ফার্মের এভিয়ান ফু আক্রান্ত ৫ হাজারেরও বেশি মুরগি নিধন করা হয়েছে।

বেশ কিছু দিন ধরে খোরশেদ এগ্রো ফার্মের মুরগি মারা যাচ্ছিল।

পরে সোমবার সকালে ফার্মের মালিক মাহবুব আলম আক্রান্ত মুরগী জেলা প্রাণী সম্পদ অফিসে পরীার জন্য পাঠান।

জেলা প্রাণী সম্পদ অফিসের নিজস্ব গবেষণাগারে চিকিৎসকরা প্রাথমিভাবে মুরগীতে এভিয়ান ফু’র অস্তিত্ব পেলে সোমবার দুপুরে নমুনা পাঠান ঢাকার কেন্দ্রীয় প্রাণী সম্পদ রোগ গবেষণা কেন্দ্রে।

জেলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমিন উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ওই মুরগী এভিয়ান ফু জীবাণুতে আক্রমনের খবর নিশ্চিত হন। পরে সোমবার রাত সাড়ে ৯টা থেকে ওই ফার্মের মুরগি নিধন ও মাটি চাপা দেয়ার কার্যক্রম শুরুহয়।

এ সময় গাজীপুর সদর উপজেলা ভ’মি কর্মকর্তা পিকে এনামুল করিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হায়দার খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ. জলিল, ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন, ডা. মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।