ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বিডিআর বিদ্রোহের রায় ১৬ মার্চ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

ময়মনসিংহ: বিডিআর বিদ্রোহের ঘটনায় ময়মনসিংহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর এবং ৪৫ ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে দুই দিন স্যা গ্রহণ শেষে আগামী ১৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। ওই দিন অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।



সোমবার বিকেলে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর অফিসে স্থাপিত বিশেষ আদালতে ৪২ জওয়ানের শুনানি ও ২১ জনের স্যা গ্রহণ করা হয়।

বিশেষ আদালত-১৭ এর বিচারক প্যানেলের সভাপতি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার এএফডব্লিউসি, পিএসসি। প্রসিকিউটর দায়িত্ব পালন করেন ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের উপ-অধিনায়ক মেজর আহমেদ ইউসুফ জামিল এবং ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকির আহমেদ।

দুই দিনে দুটি মামলায় ৪২ জওয়ানকে আদালতে হাজির করা হলে চার জওয়ান নিজেদের দোষ স্বীকার করে মা প্রার্থণা করেন। বাকী ৩৮ জওয়ান নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ২১ জনের স্যা গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad