ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সোমবার বিকেলে আফরোজা বেগম (২৮) নামে এক গৃহবধূর রহস্যময় মৃত্যু হয়েছে।

আফরোজা তার স্বামী সোহেল খানের সঙ্গে মোহাম্মদপুরের ১২/৫ কাদেরিয়া মাদ্রাসা রোডের বাসায় থাকতেন।



সোহেল খান বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে স্ত্রী আফরোজাকে বাসায় রেখে তিনি পাশের বাসায় যান। প্রায় ঘণ্টাখানেক পরে এসে দেখতে পান আফরোজা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান আরও জানান, কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।

এ নিয়ে আফরোজা আত্মহত্যা করতে পারেন বলে সোহেল ধারণা করছেন।

তবে আফরোজার দুলাভাই রেজাউল বলেন, পারিবারিক কলহের জের ধরে আফরোজাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার আবদুল ওয়াহিদ বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আফরোজার বাড়ি বগুড়ার সোনাতলা এলাকায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ