ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: সাতক্ষীরায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

সাতক্ষীরা : সাতক্ষীরায় ১০৫ জন বিডিআর বিদ্রোহ মামলায় চার্জ গঠনের পর এ পর্যন্ত ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টা ১০ মিনিটে দ্বিতীয় দিনের মতো বিচার কার্য শুরু হয়।

চলে বিকেল ৪ টা ৫০ মিনিট পর্যন্ত।

সাতক্ষীরা বিজিবি-৪১ রাইফেলস ব্যাটলিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ বিচার কার্যক্রম চলছে।

আদালতের শুরুতে সাতক্ষীরা সদর ব্যাটলিয়নে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত ১০৫ জন আসামির মধ্যে আরও তিন জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এনিয়ে দু’দিনে ২৫ জন দোষ স্বীকার করলেন।

বিকেল ১২ জন আদালতের সামনে সাক্ষী প্রদান করেন। পরে বিকেল ৪ টা ৫০ মিনিটে আদালত মুলতবি করা হয়।  

আদালত শেষে সাতক্ষীরা- ৪১ বিজিবি’র উপ অধিনায়ক মেজর আলম বলেন, ‘এ পর্যন্ত ২৫ জন দোষ স্বীকার করেছেন। সোমবার ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। ’

এ মামলায় বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করছেন বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন, লে.কর্নেল গাজী মো. খালিদ হোসেন, লে.কমান্ডার তৌহিদুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শশাঙ্ক শেখর সরকার।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।