ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিআইডব্লিউটিএ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ৪, ২০১৪
নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিআইডব্লিউটিএ

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কলাছিয়া নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার পটুয়াখালীর নৌবন্দর কর্মকর্তা এসএম বদরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে একজন মারা গেছে এমন প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে ও দু’জন মারা  গেছে এমন  প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈরি আবহওয়ার কারণে শনিবার রাতে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর রোববার ভোরে ফের উদ্ধার কাজ শুরু করেছে বরিশাল ও খুলনা থেকে আসা নৌ-বাহিনীর একটি দল এবং স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে এমভি শাকিল লঞ্চটি কলাগাছিয়া নদীর গলাচিপা উপজেলার ইছাদি মিয়া বাড়ির মোড় অতিক্রম করার সময় কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যায়। এতে এ পর্যন্ত (রোববার সকাল ৯টা) ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৭ জন। লঞ্চটি গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।