ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, মে ৪, ২০১৪
যশোরে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের সাবেক মেম্বার জিয়াদুল ইসলাম জিয়া হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (৩৫)
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে সদর উপজেলার এড়েন্দা বাজার থেকে তাকে আটক করা হয়।

সাজ্জাদ হোসেন দেয়াড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মাসুদুর রহমান জানান,

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব এড়েন্দা বাজার থেকে সাজ্জাদকে আটক করে। এ সময় র‌্যাব সদস্যরা একটি ওয়ান শুটারগান, ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি হাসুয়া ও গাঁজা খাওয়ার কল্কে উদ্ধার করে।

একই সঙ্গে র‌্যাব অভিযান চালিয়ে ‘জিয়া হত্যার মূল পরিকল্পনাকারী’ তুহিনের বাড়ি থেকে আরেকটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও গাঁজা খাওয়ার কল্কিও উদ্ধার করে।

২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাতে দেয়াড়া ইউনিয়নের সাবেক মেম্বার জিয়াদুল ইসলাম জিয়াকে সন্ত্রাসীরা দত্তপাড়া বাজারে

কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলাটি এখন সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

এদিকে আটক সাজ্জাদ হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে র‌্যাবকে জানিয়েছে, ২০১২ সালে জিয়া মেম্বরের লোকজন তার মোটরসাইকেল চুরি করে। এছাড়া একই এলাকার তুহিনের সঙ্গে জিয়া মেম্বারের জমি নিয়ে বিরোধ ছিল। সে কারণে তুহিন জিয়া মেম্বারকে হত্যার পরিকল্পনা ও অস্ত্র সরবরাহ করে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad