ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সারাদেশে পৃথক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৪
সারাদেশে পৃথক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ছবি: প্রতীকী

ঢাকা: পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চডুবিতে ৭ নারী ও শিশুসহ শনিবার সারাদেশে পৃথক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট

পটুয়াখালী:  পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এমভি শাথিল ডুবির ঘটনায় নারী ও শিশুসহ  সাতজনের মৃত্যু হয়েছে।



একইদিন পারিবারিক বিরোধের জের  ধরে পটুয়াখালীর সবুজবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্থানীয় এক সাংবাদিক।

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গণপিটুনিতে জামায়াত ইসলামীর এক কর্মী নিহত হয়েছে।

অপরদিকে সাতক্ষীরার সদর উপজেলার উমতাপারা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালোতালা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে রিতু খাতুন (১৪) নামে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজের নিচে কার্ভাড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনেরপুর পাড়ায় তিন সন্তানের জননী সেলিনা আক্তারকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী মাসুদ রানা। শনিবার বেল‍া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত সুপ্রিম নিট ওয়্যার নামের একটি গার্মেন্টসে শনিবার সকালে দূষিত পানি পান করে ডালিয়া (২০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল: বরিশালের বন্দর এলাকায় কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে প্রভাষ চন্দ্র রায় (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  

টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার  হেমনগর ইউনিয়নের  গোলপেঁচা গ্রামে বজ্রপাতে  মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

এরা হলেন , গোপালপুর ড. ময়নুদ্দিন খান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সেলিম (১৫) ও আলম (১৪)।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সবেদ আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলীকান্দিতে ধান কাটার সময় বজ্রপাতে মুর্শেদ মিয়া (২২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু তাহের (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এছাড়া ত্রিশালে বজ্রপাতে শাকিল আহমেদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চিকনা মনোহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইটনা উপজেলায় বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাসেল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে রজব আলীর ছেলে।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের তালতলা বাজারে বজ্রপাতে মঞ্জু (২৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জু উপজেলার পাঁচগাও ইউনিয়নের লামচরি গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
 
মেহেরপুর: মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে বারটার দিকে মেহেরপুর সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক শফিউদ্দীন (৪০) ও বামনপাড়া গ্রামের মন্টু মিয়া (৩০)।

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

সিলেট: সিলেটের সুবহানীঘাট ৭নং বাসার বাসিন্দা আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের মলয় বাজারে ফারুক আহমেদ (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রেদওয়ান আহমদ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।