ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে কয়েক দফা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ৩, ২০১৪
মাদারীপুরে কয়েক দফা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি

মাদারীপুর: কয়েকদিন টানা গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর শনিবার বিকেল থেকে কয়েক দফা দমকা হাওয়া ও হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্থি ফরে পেয়েছে মাদারীপুরবাসী। তবে হঠাৎ বৃষ্টি হওয়ায় ফসল ও রবিশস্য নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন কৃষকরা।



শনিবার বিকেল ৪টার পর হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ছিল ঝড়ো হাওয়া ও বজ্রপাত। এতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও উৎকণ্ঠাও ছিল। তবে শিলাবৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মাদারীপুর আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা এ আর সান্টু জানান, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে কালবৈশাখী ও ঝড়ো বৃষ্টির খবর পাওয়া গেছে। এ সময় ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।