ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ৩, ২০১৪
হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে ফেনসিডিলসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় শাহিন হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে হিলি সীমান্তের মতিনের চাতাল থেকে হিলি বর্ডার আউট পোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।



শাহিন হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

হিলি বর্ডার আউট পোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পার্শ্ববর্তী মতিনের চাতালে অভিযান চালিয়ে শাহিন হোসেনকে আটক করে। এসময় তার শরীরে বাধা অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে আটক যুবককে ফেনসিডিলসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ফজলুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৯, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।