ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপত্তায় আছে মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপত্তায় আছে মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘বর্তমান সরকারের গণমুখি নানা কর্মসূচির কারণে সারাবিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে উঠেছে। দেশের মানুষ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি নিরাপদ জীবন যাপন করছেন।



শনিবার বিকেলে ঢাকা মোট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বিসর্জন দিতেও বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না। এসব উদ্যোগ, অর্জন আর আত্মত্যাগকে তুচ্ছ করে দেখার পাঁয়তারা চালানো হচ্ছে। কিন্তু জনগণ মোটেই তা গ্রহণ করছে না। ’

আড়িয়ল বিলের ঘটনায় বিএনপির ডাকা হরতাল সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ হরতালের কোনো যৌক্তিকতা নেই। ’

হরতালকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। ডিএমপি’র আনন্দঘন অনুষ্ঠানমালায় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতে বিভিন্ন সরকার দায়িত্বে থাকলেও পুলিশের মধ্যে বিদ্যমান সমস্যা দূর করতে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারই পুলিশ সদস্যদের প্রথম আবাসনের ব্যবস্থা গড়ে দেয়। আগামীতে এ সুবিধা আরও সম্প্রসারণ করা হবে। ’

তিনি বলেন, ‘পুলিশের বিরতিহীন ও  অমানবিক শ্রম লাঘব করতে মানসিক চাপমুক্ত হয়ে দায়িত্ব পালনের অনুক’ল নানা সুযোগ-সুবিধার সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশে ৩২ হাজার জনবল বাড়ানো হচ্ছে। এরই মধ্যে ১০ হাজার পুলিশ সদস্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। খুব শিগগির পুলিশের জন্য পর্যাপ্ত গাড়ি, সরঞ্জামের ব্যবস্থা করা হবে। ’

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘সন্ত্রাসী, চোর, ডাকাতরা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে চলাফেরা করে, অথচ পুলিশের ভাগ্যে ভাল একটা গাড়ি পর্যন্ত জোটে না। পুলিশের লক্করঝক্কর মার্কা গাড়ি দিয়ে লেটেস্ট মডেলের গাড়ি হাঁকানো অপরাধীদের ধরা সম্ভব না। তাই পুলিশের জন্য খুব শিগগির ২১৪টি আধুনিক মানের গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে যাতে ‘ক্রিকেট বিশ্বকাপ’ সুষ্ঠুভাবে সম্পন্ন না হতে পারে সেজন্যই বিএনপি নানামুখি ষড়যন্ত্র করছে। সোমবারের হরতাল ওই ষড়যন্ত্রেরই অংশ। ’

তিনি বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু কেউ ব্যক্তিগত ইস্যুতে হরতাল ডাকলে জনগণ তা মেনে নেবে না। এসব কর্মসূচির মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চলছে। ’

ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘প্রতিদিন ৮ হাজার মানুষ ঢাকায় নতুনভাবে যুক্ত হচ্ছে। আমাদের প্রধান কাজ অপরাধ ও সন্ত্রাসী দমন এবং জনগণের পাশে থেকে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে জানমালের নিরাপত্তা দেওয়া। ’

এছাড়াও অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।