ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ডাকাত দলের ৮ সদস্য আটক

জহুরুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে পাংশা থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।



শনিবার দুপুরে আটক ডাকাত দলের সদস্যদের রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়। এ সময় পুলিশ সুপার এসএম আইনুল বারী সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে পাংশা থানায় সংগঠিত বিভিন্ন ডাকাতির পরিপ্রেক্ষিতে পুলিশি অভিযান জোরদার করা হয়। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টার দিকে পাংশা থানা পুলিশ ৮ ডাকাত সদস্যকে আটক করে।

আটকরা হলেন সুজন বিশ্বাস, রাসেল হোসেন, শফিক সেখ, ভোলা মণ্ডল, বকুল মোল্লা, মানিক সরদার, আনসার মণ্ডল ও তোফাজ্জেল হোসেন। এদের সবার বাড়ি পাংশা উপজেলার মৌরাট  ইউনিয়নের জীবননালা গ্রামে।

এ বিষয়ে পাংশা থানার এসআই আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ১ ফেব্রুয়ারি রাতে জীবননালা গ্রামের সুভাষ নন্দী ও স্বপন নন্দীর বাড়িতে এ অঞ্চলের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে পাংশা উপজেলার পাট্রা, মৌরাট ও বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে ওই বাড়িতে ডাকাতির কিছু মালামাল উদ্ধার করাসহ ৮ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এরা সর্বহারা দলের নাম ভাঙ্গিয়ে ডাকাতি করে থাকে। দীর্ঘদিন ধরে তারা এ অঞ্চলে সংঘবদ্ধভাবে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।