ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় শনিবার বিকেলে মিনিবাসের ধাক্কায় আব্দুল হামিদ (২৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

টেম্পুতে মাছ ওঠানোর সময় দ্রুতগতিতে আসা একটি মিনিবাস টেম্পুকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় রুমেল নামে (১৮) টেম্পুর এক হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বিকেল সোয়া ৩টায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশের কনস্টেবল আমির হোসেন।
 
পুলিশ জানায়, নিহত আব্দুল হামিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের হাছান আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে মাছ এনে চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রি করতেন। আজও বাজারে বিক্রির জন্য টেম্পুতে মাছ  ওঠাচ্ছিলেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুর মাহমুদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পুলিশ তাৎক্ষনিকভাবে মিনিবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।     


বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।