ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি ৩৭-ব্যাটালিয়নের বিদিরপুর কোম্পানির একটি সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালদীঘি গ্রামে কামরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে সাড়ে ৯শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।



এ সময় বিজিবি সদস্যরা কামরুলর স্ত্রী রোজি খাতুনকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত হেরোইন দুপুরে রাজশাহী ৩৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।  

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, হেরোইন রাখার অপরাধে কামরুলের স্ত্রী রোজিকে আটক করেও ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিদিরপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, কর্তৃপরে নির্দেশে ও মানবিক কারণে রোজিকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে ৪শ’ গ্রাম হেরোইনসহ রোজির স্বামী কামরুল নগরীর রাজপাড়া থানা পুলিশের হাতে আটক হয়। সে এখন জেল হাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad