ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে চান না সাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে চান না সাকা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এমপিকে মিথ্যা কথা বলে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ)  নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

সাকা চৌধুরীকে কাসিমপুর কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয় শনিবার দুপুরে।

বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী।   এ সময় মেয়ে ফারজিন কাদের চৌধুরী ও তার স্বামী জাফর ইকবাল খান, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং বড় পুত্রবধূ ব্যারিস্টার দানিয়া কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

সাকা পত্নী বলেন, ‘তিনি (সাকা) আমাকে বলেছেন, তাকে মিথ্যা কথা বলে এখানে আনা হয়েছে। তিনি কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে চান না। তিনি বলেছেন, এর আগে বিএনপি বা আওয়ামী লীগের আরো অনেক নেতাকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। কিন্তু পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের ল্যাব এইড বা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখানে চিকিৎসা চান না। ’

সাকা চৌধুরীর নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্য করে ফারহাত কাদের বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে... এরা কারা? যারা ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে আটক করে তার ওপর নির্যাতন চালিয়েছিলো, তাদেরই আজ তার (সাকা) সঙ্গে দেখলাম। জানি না তাকে কি কারণে এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বাম পাশে শক্তি নেই। ’

তিনি বলেন, ‘হাই কোর্টের আদেশের পরও তিন মাস ধরে একজন সিটিং এমপিকে চিকিৎসা দেওয়া হবে না এটা কেমন আইন? তার (সাকা) বিরুদ্ধে কোনো এলিগেশন নেই। তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে। তার ওপর যেভাবে অত্যাচার চলছে তাতে আমরা শঙ্কিত হয়ে পড়ছি। একে তো তিনি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন। তার ওপর চলছে পুলিশের অত্যাচার। এর চেয়ে মেরে ফেলা অনেক ভালো। ’

হাসপাতাল সূত্র জানায়, সাকা চৌধুরীকে যখন এখানে নিয়ে আসা হয় তখন তাকে হাতে ধরে ভেতরে নিয়ে যাওয়া হয়।

সে সময় চিকিৎসকরা এগিয়ে এলে তাদের তিনি বলেন, ‘প্রাণ গোপাল (ভিসি) কোথায়? তাকে ডাকো। ’

জবাবে চিকিৎসকরা ভিসি নেই বলে জানালে তিনি এখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।