ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সুন্দরবনের বাঘে নিলো নারী মৎস্য-শিকারীর প্রাণ

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ফেব্রুয়ারি ৫, ২০১১

খুলনা: খুলনার সুন্দরবন এলাকার খালে মাছ ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ দিয়েছেন দাকোপের কালাবগী গ্রামের নমিতা মৃধা (৫২) নামে এক নারী মৎস্য-শিকারী।  

শনিবার দুপুর সাড়ে ১২টায় সুন্দরবনের কালাবগী স্টেশন এলাকার শরবতখালী খাল থেকে বাঘ তাকে ধরে নিয়ে যায়।

পরে পৌনে ২টার দিকে গৃহবধূর তবিত লাশ উদ্ধার করা হয়। হতভাগ্য গৃহবধূ বীরেন্দ্র নাথ মৃধার স্ত্রী।


খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহির হোসেন বাংলানিউজকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ অন্য সঙ্গীদের নিয়ে সুন্দরবনের কালাবগী স্টেশন এলাকায় মাছ ধরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শরবতখালী খাল থেকে  তাকে হিংস্র  বাঘ ধরে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার স্বজনেরা বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ