ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এম নূরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পেলেন চার গুণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১

ঢাকা : এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন চার গুণী ব্যক্তিত্ব।

পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন- ঔপন্যাসিক রফিকুর রশীদ, কবি-সাংবাদিক হাসান হাফিজ, কবি গোলাম কিবরিয়া পিনু ও নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার।



শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন কবি বেলাল চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন রোকেয়া কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেইন।

কবি গোলাম কিবরিয়া পিনু তার মুক্তিযুদ্ধের ছড়া বইটির জন্য পুরস্কৃত হন।

সাধারণ গদ্য শাখায় পুরস্কার পেয়েছেন নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তার বইয়ের নাম নূরি কাহিনী। এটি তার বাসার গৃহপরিচারিকাকে নিয়ে লেখা বই।

ছড়া-কবিতার জন্য পুরস্কার পেয়েছেন হাসান হাফিজ, তার বইয়ের নাম তিড়িং বিড়িং কাঠবিড়ালী।

গল্প-উপন্যাস শাখায় পুরস্কার পেয়েছেন (এম নুরুল ইমান খান সম্মাননা-২০১০) রফিকুর রশীদ। বইয়ের নাম ‘ভালো ভূতের কাণ্ড’।

এছাড়া চিত্রাংকন ও বই পড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা পুরস্কৃত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১ ইং।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।