bangla news

যশোরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

62 |
আপডেট: ২০১৪-০৪-২০ ৬:৫৮:০০ এএম

যশোরে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যশোর: যশোরে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের সহকারী পরিচালক তোজাম্মেল হক।

ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার উপ-পরিচালক নাসির উদ্দীন মোল্লা সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুল মুকাররম মসজিদের  সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহাম্মদ এবাদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

এতে আলোচনা করেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মওলানা শামসুল হক ও যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-04-20 06:58:00