ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

সাটুরিয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ফেব্রুয়ারি ৩, ২০১১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গর্জনা গ্রামে নিলুফা (১৯) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।  

পুলিশ জানায়, গত ৮/৯ মাস আগে সাটুরিয়া উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুল মজিদের মেয়ে নিলুফারের সঙ্গে গর্জনা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে নুর আলীর (২২) বিয়ে হয়।

দাম্পত্য কলহের জের ধরে নিলুফা বৃহস্পতিবার সকালে বিষপান করেন।

খবর পেয়ে নিলুফারের বাবা দ্রুত মেয়ের শ্বশুর বাড়িতে উপস্থিত হয়ে দেখেন  মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সাটুরিয়া থানার পরিদর্শক রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ