ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদী থানার ওসি স্ট্যান্ড রিলিজ্ড

ঈশ্বরদী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

ঈশ্বরদী: ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত কুমার সরকারকে ঈশ্বরদী থানা থেকে রাজশাহী পুলিশ লাইনে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আবদুল হাকিম বৃহস্পতিবার সকালে বাংলানিউজকে জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিস থেকে বুধবার রাতে এক অফিস অর্ডারে থানাকে এ তথ্য জানানো হয়েছে।



ঈশ্বরদীতে যোগ দেওয়ার মাত্র ২ মাসের মাথায় তিনি স্ট্যান্ড রিলিজড হলেন।

থানা সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা থেকে ঈশ্বরদীতে বদলী হয়ে আসেন। থানার একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বাংলানিউজকে বলেন, স্কুলছাত্রী স্বর্ণা হত্যাকান্ড, শহরে ডাকাতিসহ সাম্প্রতিক সময়ে ঈশ্বরদীর আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির কারণে তার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।

মোবাইল ফোনে ওসি সুব্রত কুমারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি এবিষয়ে কিছুই জানি না। ’

ডিআইজি অফিস থেকে হঠাৎ বদলির আদেশ এসেছে’ বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।