ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্নেল তাহেরের ফাঁসির আদেশ ‘পূর্বনির্ধারিত’ ও ‘পরিকল্পিত’ ছিল: লিফশুলজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
কর্নেল তাহেরের ফাঁসির আদেশ ‘পূর্বনির্ধারিত’ ও ‘পরিকল্পিত’ ছিল: লিফশুলজ

ঢাকা: সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহেরের ফাঁসির আদেশকে ‘পূর্বনির্ধারিত’ ও ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ।

বৃহস্পতিবার আদালতে পেশ করা লিফশুলজের এফিডেভিড করে পাঠানো এক বক্তব্যে একথা বলা হয়েছে।



তিনি তার বক্তব্যে বলেছেন ‘আইনভঙ্গ করে এবং মৌলিক অধিকার খর্ব করে পূর্বনির্ধারিতভাবে কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। মূলত বিচারের নামে নাটক করা হয়েছে। এটি একটি জুডিশিয়াল মার্ডার। ’

ব্যক্তিগত কারণে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ ই-মেইলের মাধ্যমে বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠান।

আজ তার এ বক্তব্য আদালতের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে জমা দেওয়া হয়।

পরে সাংবাদিকদের তার বক্তব্য সম্পর্কে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

কর্নেল তাহেরের বিচার কভার করতে প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ ঢাকায় এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রয়ারি, ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad