ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইডেন কলেজের সামনের সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

ঢাকা: রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীরা কলেজের সামনের সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করে।

দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অবরোধের কারণে ব্যস্ত সড়কের যানচলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।



লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনা করে তাদেরকে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে যান চলাচল আবার শুরু হয়। ’

ওসি আবুল কালাম ছাত্রীদের বরাত দিয়ে জানান, ইডেন কলেজের সামনের সড়কে সূচনা, অনিক, দুলদুল, উইনারসহ কয়েকটি পরিবহন কোম্পানির ভারি যানবাহন চলাচল বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করে। ভারি যানবাহনের কারণে ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে ও সেগুলোর হনের কানফাটা শব্দে  কলেজের স্বাভাবিক পাঠদানে বিঘœ ঘটে বলে জানায় ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।