ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাড্ডায় বাসের ধাক্কায় গার্মেন্ট শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

ঢাকা: বাড্ডা থানাধীন নতুনবাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় গার্মেন্টসের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

নিহত উত্তরা রানীর (১২) বাবার নাম শুভ গোপ দাস।

তার বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। বর্তমানে সে বাড্ডার নূরেরচালা এলাকায় রফিকের বাড়ীতে ভাড়া থাকতো। উত্তরা রানী বাড্ডার আলিকা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতো।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে নতুনবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহন নামে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় গুরতর আহত হয় উত্তরা রানী।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম আশঙ্কাজনক অবস্থায় উত্তরা রানীকে উদ্ধার করে সকাল নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল এগারোটায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।