ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরা ও ঠাকুরগাঁওয়ে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ঢাকা: মাগুরা ও ঠাকুরগাঁওয়ে রোববার বিকেলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী ৪ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মাগুরা থেকে জেলা প্রতিনিধি রূপক আইচ জানান, বিকেল ৪টার দিকে শালিখা থানার আড়পাড়া ইউনিয়নের কুকনা গ্রামের সাবেক সেনাসদস্য মো. মতিয়ার রহমান (৫০) তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শশুরবাড়ি শ্রীপুর থানার হোগলডাঙ্গায় যাচ্ছিলেন।

পথিমধ্যে হোগলডাঙ্গা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাক (চট্র-মেট্রো-ট-১০২৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, ঠাকুরগাঁও থেকে জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার

জানান, রাণীশংকৈলে বিকেল সাড়ে ৪টায় ইউনুস আলী ও তার স্ত্রী ফাতেমা বেগম মেয়ের বাড়ি হরিপুর থেকে মোটরসাইকেলে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বলিদ্বারা এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।