ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যৌন হয়রানি: কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষকের ৩ মাস কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী রোববার বিকেলে এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত মো. রফিকুর রহমান সদর উপজেলার স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদালত সূত্র জানায়, রোববার সকালে স্কুলের অফিসকক্ষ ঝাড়– দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অনৈতিকভাবে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জড়িয়ে ধরেন ওই শিক্ষক।

মেয়েটি বাড়িতে গিয়ে এ ঘটনা তার মা-বাবাকে জানায়। পরে তারা বিষয়টি প্রতিবেশী ও এলাকাবাসীকে জানালে ুব্ধ এলাকাবাসাী সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় এলাকাবাসীকে শান্ত করতে ঘটনাস্থলে যান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই ও সিভিল সার্জন ডা. দীন মোহাম্মদ।

তারা বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জনালে আদালত ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad