ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাল ঢাকা আসছেন অমর্ত্য সেন

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ঢাকা: বাংলা একাডেমীর বিশেষ আমন্ত্রণে তিন দিনের এক সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন নোবেল পুরস্কারজয়ী বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ ড.অমর্ত্য সেন।

আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।



বাংলা একাডেমী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে একটি বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ড. সেন। এ সময় বাংলা একাডেমীর মহাপরিচালকসহ সরকারের প্রতিনিধিরা তাকে স্বাগত জানাবেন।

এ সফরে অমর্ত্য সেন রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন। এ সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

এছাড়া সোমবার বিকেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বাংলানিউজকে বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় একুশে বইমেলা আন্তর্জাতিক অঙ্গন হিসেবে পরিচিতি পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ