ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রেসকাবের নির্বাচন সংক্রান্ত রিভিশন মামলার অধিকতর শুনানি সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ঢাকা: জাতীয় প্রেসকাবের নির্বাচন নিয়ে দায়ের করা মামলায় সহকারী জজের দেওয়া আদেশ বাতিল চেয়ে জেলা জজ আদালতে করা রিভিশন মামলার শুনানি মুলতবি করা হয়েছে।

অধিকতর শুনানি অনুষ্ঠিত হবে সোমবার।



রোববার ঢাকার জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর হোসেন রিভিশনটির উপর সোয়া এক ঘন্টা শুনানি গ্রহন করে সোমবার অধিকতর শুনানির দিন ধার্য করেন।

সবুজ-আবদাল পরিষদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ওসমান গনি, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ।

বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।