ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে যৌন হয়রানি বিরোধী মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
ফরিদপুরে যৌন হয়রানি বিরোধী মানববন্ধন

ফরিদপুর: ‘যৌন হয়রানি রোধে আমরা সচেতন। আপনি?’ স্লোগানকে সামনে রেখে রোববার ফরিদপুরে বাংলানিউজের শিশুবিভাগ ইচ্ছেঘুড়ির আয়োজনে যৌন হয়রানি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



শহরের মুজিব সড়কে ফরিদপুর প্রেসকাবের সামনে সকাল ১১টায় শুরু হওয়া আধা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী, শিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

স্থানীয় শিার্থীরাসহ মানববন্ধনে অংশ নেন, ফরিদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান লায়েক, ফরিদপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, অ্যাড. শাহাজাহান মিয়া, নারী নেত্রী আছমা আক্তার মুক্তা, বাংলানিউজের জেলা প্রতিনিধি রেজাউল করিম বিপুলসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা। মানববন্ধনের তদারকিতে ছিলেন ।

এসময় আছমা আক্তার মুক্তা বলেন, ‘যৌন হয়রানি রোধে বাংলানিউজের এ ধরণের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সমাজ থেকে এ ব্যাধিকে তাড়াতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। ’  

উল্লেখ্য, যৌন হয়রানি বিরোধী সচেতনতা জাগাতে বাংলানিউজের উদ্যোগে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচির ধারাবাহিকতায় এটি ছিল ৩৯তম আয়োজন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।