ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুপুরের আগেই শেষ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ব্রাহ্মণবাড়িয়া: দুপুরের আগেই ঝিমিয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল আহ্বানকারীদের পিকেটিং ও অন্য কোনো কর্মসূচি না থাকায় সকাল ১১টা থেকেই ব্যাংক-বীমাসহ শহরের দোকান-পাট খুলতে শুরু করে।

সরকারি-বেসরকারি অফিসগুলোতেও কাজকর্ম চলে স্বাভাবিকভাবে। স্বাভাবিক হয়ে যায় সড়কগুলোতে যানবাহন চলাচল।

এছাড়া সকাল থেকেই নির্বিঘœ ছিল রেল যোগাযোগ। সকাল ১০টার পর থেকে দূরপাল্লার বাসও চলতে শুরু করে।

শহরের প্রধান সড়কগুলোতে বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। ১১টার পর হরতালকারীদেরও কাউকে দেখা যায়নি রাস্তায়।

গত ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে কারচুপি, অনিয়ম, সকল নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি।

বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন দাবি করেন, হরতাল সফলভাবে পালিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, হরতালে পিকেটিং করার সময় মৌলভীপাড়ায় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন কর্মী আহত হওয়ায় নেতাকর্মীরা আর শহরে পিকেটিং করতে পারেনি।
 
তবে ওই আসনে নবনির্বাচিত এমপি মোক্তাদির চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হরতাল পুরোপুরি প্রত্যাখান করছে। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।