bangla news

খিলগাঁওয়ে বাস দুর্ঘটনায় আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০১-৩০ ৪:১৯:৩১ এএম

রাজধানীর খিলগাঁও ফাইওভারের দক্ষিণ পাশে রোববার দুপুরে এক বাস দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন আহত হয়েছে।

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফাইওভারের দক্ষিণ পাশে রোববার দুপুরে এক বাস দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন আহত হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তুরাগ পরিবহনের একটি বাস যাত্রাবাড়ী থেকে আবদুল্লাপুর যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে বাসের সামনের দু’টি চাকা ফেটে যায়।

এ সময় রাস্তা পার হতে গিয়ে মতিঝিল সেন্ট্রাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান মোল্লা ও ৪ জন বাসযাত্রী আহত হন।

এদের মধ্যে মোস্তাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০,২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-01-30 04:19:31