ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত দুই সহোদর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
লক্ষ্মীপুরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত দুই সহোদর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার দুর্গম চরবসু গ্রামে ডাকাতের ছুরিঘাতে গৃহকর্তা আব্দুল কাদের (৩২) ও তার বড় ভাই মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিনকে (৩৫) নিহত হয়েছেন।

রোববার ভোররাতের এ ঘটনায় নিহতদের ছোটভাই আহত হেলাল উদ্দিনকে (২৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



স্থানীয় সূত্র জানায়, ডাকাতের হাতে আব্দুল কাদের ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন তার দুই ভাই মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন ও হেলাল উদ্দিন। এর মধ্যে গুরুতর আহত নাছিরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানোর পর কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঢাকা নেওয়ার পথে দুপুর পৌনে ২টার দিকে নাছিরও মারা যান।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে জানান, ডাকাতরা ৩ সহোদরকে হতাহত করে পালিয়ে যায়। তারা কোনও মালামাল নিয়ে যায়নি।

এব্যাপারে নিহত আব্দুল কাদেরের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ