ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

ঢাকা: ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আমরা সকল পক্ষের মতামত নিয়েছি।

অনেককে মতামত দিতে বলেছি। তাদের অনেকেই মতামত লিখিত আকারে দিয়েছেন। এছাড়া আমরা গণশুনানিও করেছি।

তিনি আরও জানান, আগামী ২/৩ দিনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঘোষণা দেওয়া হবে।  

দাম কি পরিমাণ বাড়তে পারে এ বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তবে পাইকারি (বাল্ক) পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পরপরই খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে পাইকারি পর্যায় শেষ করি, পরে খুচরা।
 
গতবছরের ১ নভেম্বর পিডিবি বিদ্যুতের দাম বৃদ্ধির এ প্রস্তাবনা বিইআরসিতে পাঠায়। ওই প্রস্তাবনায় পিডিবি জানায়, গ্যাসের অপ্রতুল সরবরাহের কারণে ব্যয়বহুল জ্বালানি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের হার বাড়ছে। ফলে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় বাড়ছে।

এ পরিপ্রেক্ষিতে আগামী পাঁচ বছরে সরকারকে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদু্যুতের দাম বাড়ানো না হলে এ বিশাল ভর্তুকি সরকারের একার পে দেওয়া সম্ভব নয়।

এ জন্য পিডিবি ৬ মাস পর পর ১২ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব করে। এ হিসেবে প্রতি বছর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২৫ দশমিক ৩০ শতাংশ হারে বাড়বে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।