ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাধীন ও নিরপেক্ষ দুদকের দাবিতে ঝালকাঠি ও নাটোরে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
স্বাধীন ও নিরপেক্ষ দুদকের দাবিতে ঝালকাঠি ও নাটোরে মানববন্ধন

ঢাকা: স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যে মন্ত্রী পরিষদ সভায় প্রস্তাবিত দুদক আইনের সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে টিআইবির সচেতন নাগরিক কমিটি দেশের বিভিন্ন জেলায় শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বেলা ১১টার দিকে ঝালকাঠি ও নাটোরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের যুগ্ম আহবায়ক হেমায়েত উদ্দিন হিমু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন, প্রফেসর গুলনাহার বেগম, প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, শ্যামল সরকার প্রমুখ।

এদিকে শনিবার সকাল ১১টার দিকে নাটোরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় আধাঘন্টা মানববন্ধন পালনের সময় বক্তব্য রাখেন টিআিইবির নাটোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আমজাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রস্তাবিত আইনটি পাশ হলে দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা খর্ব হবে। তারা জনমত যাচাই করে করে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।