ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালবাহী ট্রেন লাইনচ্যুত: লালমনিরহাট-পার্বতীপুর ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

রংপুর: লালমানিরহাট থেকে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন শনিবার সকালে বদরগঞ্জ ও আউলিয়াগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হলে লালমনিরহাট-পার্বতীপুরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে লালমনিরহাট থেকে দুপুর ১টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।



বদরগঞ্জ স্টেশন মাস্টার মোখলেসুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এসব লাইন বি্িরটিশ আমলে স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনেও সংস্কার না করায় পুরনো এ ধরনের পুরনো রেললাইনগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।