ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ৩ বাড়ি পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ৩ লাখ টাকা

কিউ.এম.সাঈদ টিটো, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার সন্ধ্যায় আগুন লেগে ৩টি বাড়ি পুড়ে গেছে। এতে  ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে বাড়ির মালিকেরা দাবি করেছেন।



পত্মীতলা ফায়ার ব্রিগেডের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সন্ধ্যা ৭টায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাইক গ্রামে এ ঘটনা ঘটে।

এবিষয়ে রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর আনিছুর রহমানের বাড়ির লোকজন মুরগির উঁকুন মারার জন্য মাটির পাত্রে আগুন  জ্বেলে মুরগির ঘরে রেখে যায়। হঠাৎ করে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ২৫টি মুরগি আগুনে পুড়ে মারা যায়।

এরপর আগুন মুরগির ঘর থেকে আনিছুরের ভাই আলেক উদ্দিনের বাড়ির বিভিন্ন ঘরে এবং পাশের ময়েন উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

গ্রামের লোকাজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়ি ২টির যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পত্মীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad