ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খেলাধুলার উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

চট্টগ্রাম: বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, এ সরকার ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ব্যাপক কার্যকর উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে নতুন করে আরও ১২ টি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।


 
শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া হাইস্কুল মাঠে আলহাজ্ব খায়ের আহমেদ তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খ্যাতনামা ক্রীড়া বিশ্লেষক ও বাংলাদেশ চিনি-খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা আবদুল হান্নান শেখ।

এদিকে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জয়নগর মিলন সংঘ এক গোলে জয় পায়।

বাংলাদেশ সময় ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।