ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিবরিয়া হত্যাকাণ্ডে খালেদা জিয়া দায় এড়াতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
কিবরিয়া হত্যাকাণ্ডে খালেদা জিয়া দায় এড়াতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

ঢাকা: শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুক্রবার জাতীয় জাদুঘরে শাহ এএমএস কিবরিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে শাহ এএমএস কিবরিয়া ফাউন্ডেশন।

আহত কিবরিয়াকে ঢাকায় দ্রুত আনতে হেলিকাপ্টার দেওয়া হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী এর দায় এড়াতে পাবেন না উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবে আলম বলেন, ‘আহত কিবরিয়াকে আমরা বাঁচাকে পারতাম। শুধু অবহেলার কারণে তাকে আমরা বাঁচাতে পারিনি। ’

তিনি আরও বলেন, ‘যারা কিবরিয়া হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার করা হবে। সেই সঙ্গে যাদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে একদিন হয়তো তাদেরও বিচারের সম্মুখীন করা হবে। ’

কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জশিট দিতে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি মামলা যখন তাৎক্ষণিকভাবে তদন্ত করা হয় না, রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করা হয় ঢেকে রাখার, সে মামলার চার্জশিট দিতে সময় লাগে। ’

তিনি আরও বলেন, ‘চার্জশিট পাওয়ার পর সাক্ষীরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, এ জন্য উইটনেস প্রোটেকশন অ্যাক্ট নামে নতুন আইন তৈরি করা হচ্ছে। আগামীতে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষীদের এই আইনের মাধ্যমে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। ’

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফারুখ চৌধুরী বলেন, ‘কিবরিয়া হত্যার বিচার সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজন। আগামী বছরের মৃত্যুবার্ষিকীতেও যেন আমাদের একই বিষয় নিয়ে কথা বলতে না হয়। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস আনিসুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সংসদ সদস্য তারানা হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।