ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

সিলেট: সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।



ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতার হলেন- বিশ্বনাথ উপজেলার সিএনজি চালক নিবাস চন্দ্র দাশ ও সিলেটের নূরানী বনকাল পাড়া এলাকার তসর আলী।

তামাবিল পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজি চালক নিবাস চন্দ্র দাশ ও এর একমাত্র যাত্রী তসর আলী মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি পুলিশ জব্দ করে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে ট্রাকের চলককে আটক করতে পারেনি।

নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময় : ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।