ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থনীতি বিভাগের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে তাদের সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র সাইয়াকুল ইসলাম বকুল গত মঙ্গলবার বিভাগে পরীক্ষার ফরম পূরণ করতে এলে কয়েকজন ছাত্র তাকে বেদম প্রহার করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত অর্থনীতি বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র অশোক কুমার সরকার, আবু তাহের এবং ইমরান হোসেন পলাশকে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপ সাময়িকভাবে বহিষ্কার করে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর কাজী আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী বিধায় প্রাথমিকভাবে জড়িতদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

তবে আরও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বহিষ্কৃতরা নিজেদের ছাত্রলীগকর্মী বলে দাবি করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ফাইভ স্টার ইকো নামের একটি সংগঠনের নেতৃত্ব দাবি করেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে গড়া সংগঠনটির উদ্যোক্তারা ছাত্রলীগ কর্মীদের নেতৃত্ব দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বহিষ্কৃতরা সংগঠনটির উদ্যোক্তা সাইয়াকুল ইসলাম বকুলসহ চার সাধারণ শিক্ষার্থীকে শিবিরকর্মী আখ্যা দিয়ে বেদম মারধর করেন।

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad