ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পৌর নির্বাচন

মেয়রপদে আ’লীগ ৬, বিএনপি ৩, জামায়াত ১ ও স্বতন্ত্র ২ টিতে জয়ী

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
মেয়রপদে আ’লীগ ৬, বিএনপি ৩, জামায়াত ১ ও স্বতন্ত্র ২ টিতে জয়ী

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অনুষ্ঠিত ১২টি পৌরসভার সবক’টির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৬টিতে, বিএনপি ৩টিতে, জামায়াত ১টিতে ও স্বতন্ত্র প্রার্থী ২টিতে জয়ী হয়েছেন।

নেত্রকোনার মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোসাদ্দেক হোসেন শফিক (দেওয়াল ঘড়ি) ৩৪৯২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম তালুকদার (মাইক) পেয়েছেন ২০০৯ ভোট।

শরীয়তপুরের জাজিরা পৌরসভায় ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল খায়ের ফকির (কাপÑপিরিচ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  জয়ী  মো: ইউনুস বেপারী (আনারস) পেয়েছেন ২ হাজার ৫৯৮ ভোট।

নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মোঃ ইলিয়াছ (আনারস) ১০ হাজার ২ শত ১০টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বিলকিস সরকার পুতুল (দোয়াত কলম) পেয়েছেন ৩ হাজার ১৯৭ ভোট।

ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিতত হয়েছেন। ঘড়ি প্রতীক নিয়ে ৬ হাজার ৩২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমিরুল ইসলাম মিন্টিস দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯শ’ ৩৪ ভোট।

ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওমর ফরুক খান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আকবর হোসেন টেলিফোন প্রতীক পেয়েছেন ৩ হাজার ২৯৭ ভোট।

মাদারীপুর পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. খালিদ হোসেন ইয়াদ (দেয়াল ঘড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহান্ডার আলী মিয়া। তিনি পেয়েছেন ৮ হাজার ১০৮ ভোট।

দিনাজপুরের পাবর্তীপুর পৌর নির্বাচনে মেয়রপদে বিএনপি সমর্থিত প্রার্থী এ জেড এম মিনহাজুল হক (আনারস) ৬ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এম এ ওহাব সরকার (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৬ হাজার ৫৬৪ ভোট।

কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৮৭৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসলাম (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইসমাইল। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট।

মাগুরা পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন (আনারস)। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ১৪৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাসান সিরাজ সুজা (টেলিভিশন) পেয়েছেন ১২ হাজার ৩৪৭ ভোট।

কক্সবাজারের চকোরিয়া পৌরসভা নির্বাচনে ১১ হাজার ১৬৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম হায়দার (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাফর আলম। তিনি পেয়েছেন ১০ হাজার ২৭ ভোট।

কক্সবাজার পৌরসভায় ২১ হাজার ১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী সরোয়ার কামাল (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মজিবর রহমান (আনারস) পেয়েছেন ১৮,৮০২ ভোট।

কক্সবাজারের মহেশখালী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মাকসুদ মিয়া (জাহাজ) ৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরোয়ার আযম (টেলিফোন) পেয়েছেন ৪ হাজার ৮৭৯ ভোট।


বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।