ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার পাচ্ছেন ৪ সাংবাদিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার পাচ্ছেন ৪ সাংবাদিক

ঢাকা : অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য এ বছর চার সাংবাদিককে ‘রুম্মান খান স্মৃতি পুরস্কার-২০১০’ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হয়েছে।



বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

বছরের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন- অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দৈনিক কালের কণ্ঠের মাসুদ কার্জন, শিশুদের অঙ্গহানি করে হিজড়া বানানোর অমানবিক ব্যবসা শীর্ষক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য সমকালের নাহিদ তন্ময় তনু, নারী নির্যাতন আইনের সীমাহীন অপব্যবহার- ‘আইনটি যেন টাকার মেশিন’ শীর্ষক প্রতিবেদনের জন্য দৈনিক যুগান্তরের স্পেশাল করেসপন্ডেন্ট মিজান মালিক ও  কারাবন্দীদের জীবন নিয়ে অনুসন্ধানমূলক টিভি রিপোর্টিংয়ের জন্য এটিএন বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট মাহমুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।