ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ডাকাতি মামলার পাঁচ আসামির ফাঁসির আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

সিলেট: নগরীর উমেরগাঁও এলাকায় সংগঠিত খুনসহ ডাকাতি মামলার পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের ১ নম্বর জজ আদালত।

বৃহস্পতিবার সিলেটের  অতিরিক্ত দায়রা জজ মো. নাজির আহমদ এ আদেশ দেন।



সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর আবদুল আহাদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- উমেরগাঁও এলাকার মৃত আবদুল বারীর ছেলে সফর উদ্দিন সখর, ইসকান্দরের ছেলে জমির, সোনামিয়ার ছেলে শাহাবুদ্দিন, ফয়জুলের ছেলে কাছা মিয়া এবং মৃত আহম্মদ আলীর ছেলে নাছির উদ্দিন। এদের মধ্যে জমির ও শাহাবুদ্দিন পলাতক রয়েছেন।

আসামিরা ১৯৯৬ সালে  উমেরগাঁও এলাকার মৃত আরজু আলীর পুত্র মো. আবদুল আহাদের বাড়িতে খুনসহ ডাকাতি করেন।

পরে মো. আবদুল আহাদ বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় ৩৯৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে তাদের এ রায় কার্যকর হবে।

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।