ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাবেক সাংসদ রশিদুজ্জামান দুদু’র দাফন শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, ফেব্রুয়ারি ৫, ২০১৪
সাবেক সাংসদ রশিদুজ্জামান দুদু’র দাফন শুক্রবার

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার রশিদুজ্জামান দুদু’র দাফন শুক্রবার অনুষ্ঠিত হবে।

 

জেলা কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে দুপুর ২টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

 

খন্দকার রশিদুজ্জামান দুদু’র শ্যালক নাসিরুদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন এলাকায় রশিদুজ্জামানের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।  

 

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে সড়ক পথে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনা হবে।

 

এদিকে খন্দকার রশিদুজ্জামান দুদু’র মৃত্যুতে কুষ্টিয়া জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসম আখতারুজ্জামান মাসুম প্রমুখ।  

 

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।