ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রশিদুজ্জামান দুদুর মৃত্যুতে এফবিসিসিআই’র শোক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
রশিদুজ্জামান দুদুর মৃত্যুতে এফবিসিসিআই’র শোক

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সাবেক সহ-সভাপতি  ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার রশিদুজ্জামান দুদু’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এফবিসিসিআই নেতৃবৃন্দ।

বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সংগঠনের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও পরিচালনা পর্ষদ এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দুদু। দুদু বারিধারায় নিজ বাসভবনে বুধবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেন।

তিনি এফবিসিসিআই’র ১৯৯৪-১৯৯৬ মেয়াদে সফল সহ-সভাপতি হিসেবে দেশের বেসরকারী খাতের উন্নয়নে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিনিয়োগে বিশেষ অবদান রেখেছিলেন।  

অর্থনৈতিক উন্নয়নে তাঁর অনবদ্য অবদান এফবিসিসিআইর কাছে চির স্মরণীয়। একটানা ৫ বছর রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সফল ব্যবসায়ীর পরিচয় ছাড়াও দুদু একজন রাজনীতিবিদ। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সহ-সভাপতি (ভিপি)।
এছাড়াও নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৩(সদর)আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি: ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।