ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসচালককে মারধর করায় জামালপুরে ২ ঘণ্টা সড়ক অবরোধ

শফিক জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

জামালপুর: জামালপুরে শুক্রবার দুপুরে বাসমালিক তার চালককে মারধর করায় জামালপুরে ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

বিকেল ৫টায় শ্রমিকরা জামালপুর-টাঙ্গাইল সড়কে অবরোধ সৃষ্টি করে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেওয়া হয়।

পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, আব্দুস সালাম নামে এক বাসমালিক তার ড্রাইভার আব্দুল করিমকে দুপুরে মারধর করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে বিকেল ৫টা থেকে বিুদ্ধ পরিবহন শ্রমিকরা জামালপুর বাস টার্মিনাল এলাকায় জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। তারা ঘটনার বিচার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং অবরোধ তুলে দেয়। এ সময় জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সন্ধ্যা ৭টায় বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পক্ষ নিয়ে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা মাহবুবুল আনাম বাবলা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।