ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ফুলকির দুদিনব্যাপী শিশুশিক্ষা পাঠচক্র শুরু

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

চট্টগ্রাম: দেশের প্রাথমিক শিক্ষাখাতে সরকারি বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন কয়েকজন বরেণ্য শিক্ষাবিদ। চট্টগ্রামে শিশুশিক্ষা নিয়ে শুরু হওয়া দুদিনব্যাপী আর্ন্তজাতিক পাঠচক্র অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।



শুক্রবার সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডমী মিলনায়তনে বেসরকারি সংগঠন ফুলকির সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ওই পাঠচক্রের উদ্বোধন করেন ইতিহাসবিদ প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শান্তিনিকেতনের পাঠভবনের সাবেক অধ্য সুপ্রিয় ঠাকুর, চট্টগ্রামের রুশ দুতাবাসের ভারপ্রাপ্ত কনসাল ভ­াদিমির ইগরভ, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ড.সামুয়েল বার্থ ও চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্য সবিহ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন কবি আবুল মোমেন।

প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বলেন, শিক্ষার প্রাথমিক স্তরে শিশুদের শারীরিক ও মানসিক বিকশ ঘটে। কিন্তু আমাদের দেশে প্রাথমিক শিক্ষার প্রতি সেরকম নজর নেই। এ খাতে বরাদ্দ বাড়াতে হবে।

অনুপম সেন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় আনন্দ নেই, সৃজনশীলতা নেই। বাংলাদেশকে বিশ্বসভায় প্রতিষ্ঠার জন্য আমাদের সৃজনশীল শিক্ষা দরকার।

দুদিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুতোষ নাটক, শিশুর বিকাশ সংক্রান্ত কর্ম অধিবেশন, নানা দেশের শিক্ষাচিত্র, মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।