ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির আলতাফ আলী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির আলতাফ আলী জয়ী

বগুড়া: দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট আলতাফ আলী (লাঙ্গল প্রতীক) ১৭ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২০৪ভোট।



বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী এই সংবাদ নিশ্চিত করেন।

৪ লাখ ২২ হাজার ৭২ জন ভোট‍ারের এ আসনে মোট ভোটারের শতকরা ৬.৭৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।

৫ জানুয়ারির নির্বাচনে বগুড়া-৭ আসনের শাজাহানপুর উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হলেও গাবতলী উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়। সহিংসতার কারণে ৪৬ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয় তখন।  

সে সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ১১৫টি ভোটকেন্দ্রের প্রকাশিত ফলাফলে জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট আলতাফ আলী (লাঙ্গল) পেয়েছিলেন ৭ হাজার ৬৩ ভোট এবং জাতীয় পার্টি (জেপি) মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু পেয়েছিলেন ৩ হাজার ২৮১ ভোট।

যশোর-৫ আসনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।