মৌলভীবাজার: মৌলভীবাজার রাজনগর উপজেলায় প্রায় সাড়ে তিনশ বছর আগের দু’টি কাঠের মূর্তি চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ মোহলাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মোহলাল হরিপদ ঘোষের বাড়ি থেকে রাধা ও রাধা মাদব নামের প্রায় সাড়ে তিনশ বছর আগের দু’টি কাঠের মূর্তি চুরি করে নিয়ে যায়। এসময় দুই ভরি স্বর্ণালংঙ্কার চুরি করে নিয়ে যায় তারা।
হরিপদ ঘোষ বাংলানিউজকে জানান, তার বাড়িতে অবস্থিত বঞ্চিতের আখড়ায় লোকজন পূজা করতো। পূর্ব পুরুষ সূত্রে পাওয়া কাঠের তৈরি মূর্তি দুটি প্রায় তিনশ বছরের পুরোনো।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতো বছরের পুরোনা মূর্তি চুরি হওয়ার বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হবে।
খবর পেয়ে শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর;এসএইচ