ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে বিএনপির তিন নেতা বহিষ্কার

মুনজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির কেন্দ্রঘোষিত প্রার্থী বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ুনের বিরোধীতা করার অভিযোগে শুক্রবার রাতে জেলা বিএনপির একাংশের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিন নেতাই প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের অনুসারী।



বহিষ্কৃতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বকশী মিছবাউর রহমান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশাররফ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী রাত ১১টা ২০ মিনিটে বাংলানিউজকে বহিষ্কারের খবর নিশ্চিত করে জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এ তিনজনকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তার অনুসারী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বকশী মিছবাউর রহমান রাতে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।