ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শনিবার নৌ-পরিবহন মন্ত্রী বেনাপোল যাচ্ছেন

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বেনাপোল: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আন্তর্জাতিক বাস টার্মিনাল, রপ্তানী টার্মিনাল এবং বন্দর বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শনিবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বেনাপোল আসছেন।
 
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) ইরতিজা আহম্মদ চৌধুরী বাংলানিউজকে জানান, মন্ত্রী শনিবার সকাল ১১টায় বেনাপোলে পৌঁছার পর টার্মিনালগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব  আব্দুল মান্নান হাওলাদার।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।