ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া: সহসভাপতি-সম্পাদক লাঞ্ছিত

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

ভোলা: ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জেলা বিএনপির সম্পাদক মো. ফারুক মিয়া ও সহ-সভাপতি হারুন অর রশিদ ট্রুমেন চৌধুরী লাঞ্ছিত হয়েছেন।

এ সময় উভয় গ্রুপের ৪ কর্মীও আহত হয়েছে।

পরে পুলিশ গিয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিকে আনে। শহর জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর নিবার্চন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ আলোচনা সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভোলা সদর সার্কেল এএসপি আ. ছালাম বাংলানিউজকে জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের মহজনপট্টি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে আলোচনা সভা চলছিল। সভা চলাকালে জেলা বিএনপির সম্পাদক মো. ফারুক মিয়ার সঙ্গে দলের সহ-সভাপতি হারুনুর রশিদ ট্রুমেনের বাকবিতণ্ডা হয়। এতে দলীয় কর্মীরা দুই ভাগে ভাগ হয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে ট্রুমেন গ্রুপের কর্মীরা সম্পাদক মো. ফারুক মিয়াকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে সম্পাদক গ্রুপের কর্মীরা সহ-সভাপতি হারুনুর রশিদ ট্রুম্যান চৌধুরীকেও লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় রিয়াজ (২৫), মনির (২৯), বিকাল (৩২) ও রহিম (২৬) আহত হয়। এদের মধ্যে রিয়াজকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে, দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ -র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিকে আনে। বর্তমানে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।